নিউজ ডেস্ক::সুনামগঞ্জের বিশম্বরপুর থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ এপ্রিল) ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই ২ মাদক ব্যবসায়ী আটক করে।
অভিযানে ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৯।
গ্রেফতারকৃতদের একজন সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর থানার ভাতেরটেক গ্রামের মোঃ সিরাজুল ইসলাম ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৫) ও অন্যজন একই এলাকার মোঃ ফিরোজ মিয়ার ছেলে আমিনুল ইসলাম(২০)।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর থানায় হস্থান্তর করা হয়েছে। – বিজ্ঞপ্তি
কমেন্ট