শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাদা প্যানেলকে বিজয়ী করুন: অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে দেশ মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে।

তার নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে তার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এ কারণে সকল আইনজীবীদের একত্রিত হয়ে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০১৮’ এ সাদা প্যানেলকে বিজয়ী করতে হবে।’ সিলেট জেলা আইনজীবী সমিতির আয়োজনে গতকাল রবিবার জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার হলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার এবং অ্যাডভোকেট এন.আই.এম. মাছুম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট এম.এ. মুনায়েম চৌধুরী এবং গীতা পাঠ করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট অরুন চন্দ্র নাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ জি.পি. এডভোকেট খাদেমুল মিল্লাত মোঃ জালাল, সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থ, বঙ্গ বন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক কমিটির সদস্য আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট মোঃ মনির উদ্দিন, বঙ্গ বন্ধু আইনজীবী পরিষদের সাবেক সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি. এডভোকেট কমরেড আব্দুল মালেক, মহানগর দায়রা জজ আদালতের পি.পি. বিজ্ঞ সিনিয়র এডভোকেট মফুর আলী, সিলেট জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক বিজ্ঞ সিনিয়র এডভোকেট মইনুল ইসলাম, আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং এডিশনাল পি.পি. বিজ্ঞ সিনিয়র এডভোকেট জসিম উদ্দিন, বঙ্গ বন্ধু আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব।

প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সম্বিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাধারণ আসনের প্রার্থী সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও আহবায়ক বঙ্গ বন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিনিয়র এডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা বাংলাদেশ আওয়ামীলীগ সিনিয়র এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সিনিয়র এডভোকেট জেড. আই. খান পান্না, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সিনিয়র এডভোকেট পরিমল চন্দ্র গুহ (পি.সি. গুহ), আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ সিনিয়র এডভোকেট শ.ম. রেজাউল করিম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট মোখলেছুর রহমান বাদল, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সমি¦লিত আইনজীবী সমন্বয় পরিষদের ‘ডি’ অঞ্চলের মনোনীত প্রার্থী সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক বিজ্ঞ এডভোকেট এ. এফ. মোঃ রুহুল আনাম চৌধুরী (মিন্টু)। এসময় সমিতির প্রায় পাঁচশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *