সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সাবেক উপসচিব এ জেড এম নুরুল হক।
রোববার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি যোগদান করে প্রথম কর্ম দিবসে সিসিকের সচিব বদরুল হক ও বিভিন্ন দপ্তরের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিসিকের প্রধান নির্বাহী এনামুল হাবিবকে রংপুরের জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলে সিসিকের প্রধান নির্বাহীর পদ শুন্য হয়। পরে ১৩ মার্চ আরেক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।
এ জেড এম নুরুল হক এর মূল বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামে। ২০তম ব্যাচের এ কর্মকর্তা অত্যন্ত সৎ, দক্ষ ও কর্মঠ এবং দায়িত্ববান হিসেবে প্রশাসনে পরিচিত। এর আগে তিনি টাঙ্গাইলের সখীপুর, মৌলভীবাজারের কুলাউড়া ও সিলেটের গোলাপগঞ্জের ইউএনও, সিলেটের এডিসি শিক্ষা, এডিসি জেনারেল, এডিএম, সিলেট চেম্বারের প্রশাসক হিসেবেও বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছিলেন।