বিমানবন্দর এলাকা থেকে দুই ব্যক্তিকে বিদেশী রিভলবারসহ আটক

সিলেট বিমানবন্দর এলাকা থেকে দুই ব্যক্তিকে বিদেশী রিভলবারসহ আটক করেছে র‌্যাব-৯। শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার থেকে তাদের আটক করা হয়। র‌্যাব জানিয়েছে তারা পেশাদার অস্ত্র ব্যবসায়ী।

আটককৃতরা হলেন, শরিয়তপুরের নরিয়া উপজেলার কাঠুপুলি ডালী বাড়ী গ্রামের বেলাল ডালির পুত্র সুমন আহম্মদ ডালি ওরফে কার্লোস ও সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভাটাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ইয়ামিন ইসলাম।

এ সময় তাদের ব্যাবহৃত সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করেছে র‌্যাব। তারা সন্ত্রাসীদের কাছে চোরাই পথে নিয়ে আসা অস্ত্র বিক্রী করছে বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।

উদ্ধারকৃত অস্ত্র ও অটোরিকশাসহ আটককৃতদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *