সিলেট বিভাগীয় নিকাহ্ রেজিষ্টারগণের মতবিনিময় সভা

সিলেট বিভাগীয় নিকাহ্ রেজিষ্টারগণের মতবিনিময় সভা কাজী কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার সকাল ১১টায় শিবগঞ্জস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার সভাপতি ক্বারী মাওলানা গোলাম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাও. জয়নুল ইসলাম মুনিমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আব্দুল জলিল খান। বক্তব্য রাখেন সিলেট জেলা ম্যারিজ রেজিস্টার সমিতির সভাপতি কাজী মাও. রফিক উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ, মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি কাজী মাওলানা আব্দুছ সালাম রশিদী, সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ, সিলেট মহানগর কাজী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট মঈন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল হান্নান, জেলা কাজী কল্যাণ সমিতির সহ সভাপতি কাজী মাওলানা আব্দুল মান্নান, সদস্য মাও. কাজী আব্দুল কাইয়ূম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মাওলানা খলিলুর রহমান, কাজী মাওলানা বুরহান উদ্দিন, কাজী মাওলানা সিরাজুল হক প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির অফিস সম্পাদক কাজী মাওলানা মোঃ শামীম আহমদ।

সভা শেষে সর্বসম্মতিক্রমে সিলেট বিভাগীয় নিকাহ্ রেজিষ্ট্রারগণের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক কাজী মাওলানা মোঃ রফিক আহমদ (সিলেট) ও সদস্য সচিব অধ্যক্ষ মোঃ মঈনুল ইসলাম পারভেজ (সুনামগঞ্জ)। অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, যুগ্ম আহবায়ক কাজী মাওলানা ক্বারী গোলাম আহমদ (সিলেট), কাজী মাওলানা আব্দুল জলিল (হবিগঞ্জ) ও কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী (মৌলভীবাজার), সদস্য কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম, কাজী মাওলানা আব্দুস সামাদ, কাজী মাওলানা আব্দুর রহিম, কাজী মাওলানা আব্দুল মান্নান, কাজী মাওলানা আব্দুল হাসিব ভূঁইয়া।

সভায় আগামী ১০ মে ২০১৮ সকাল ১১টায় শহীদ সোলেমান হলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট বিভাগীয় আহবায়ক কাজী মাওলানা রফিক আহমদ ও সদস্য সচিব অধ্যক্ষ কাজী মাওলানা মঈনুল ইসলাম পারভেজ অনুরোধ জানিয়েছেন।

 

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *