দক্ষিণ সুরমা বরইকান্দি ইউনিয়ন শ্রমিক লীগের কর্মী সভা

দক্ষিণ সুরমা ২নং বরইকান্দি ইউনিয়ন শ্রমিক লীগের সম্মেলন সফলের লক্ষ্যে শুক্রবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মো. মফিক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন খাঁনের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার।

প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মো. শামীম আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মাতাব উদ্দিন, সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, বদরুল আমিন, আবু বক্কর, জুবেল, আল আমিন, জাহিদুল ইসলাম লেচু, জাহাঙ্গীর, সুমন, সোহেল, সাদ্দাম, জসিম, শাহীন, শাহজাহান, আখতার, তোরন মিয়া, লায়েক আহমদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ২নং বরই কান্দি ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি গঠন উপলক্ষ্যে কর্মী সভার তারিখ আগামী ২৭ এপ্রিল শুক্রবার বাবনা পয়েন্টস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সকল শ্রমিকবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *