সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড টিলারগাও পুরনা জামেয়া মসজিদ থেকে চাতল (মৌলাটিকর) ঈদগাহ পর্যন্ত ৩৬০০ ফুট ৪০ দিনের কাজের কর্মসূচীর উদ্বোধন করেন খাদিমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. ফয়জুল হক। শনিবার সকালে এ কাজের উদ্বোধন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী মো. আব্দুল রাজ্জাক, মো. আব্দুল নুর, আলী হোসেন, মো. আব্দুল শহীদ, আলা উদ্দিন মিয়া, নিজাম উদ্দিন, মুতাহির মো. শাকির মিয়া, মো. আব্দুল মিয়া, নিতু দেবনাথ, মো. হেলাল আহমদ, লিটন মিয়অ, মো. মুতলীব মিয়া, সোহেল, শামীম, ফখরুল, ইসলাম, মালিক মিয়া, বিয়াম উদ্দিন, জসিম উদ্দিন, সাচ্চা মিয়া, বিলাল আহমদ প্রমুখ।
কমেন্ট