আওয়ামীলীগ ক্ষমতায় এলে ইসলাম থাকবে না এ কথা সঠিক নয় : আলহাজ্ব আশফাক আহমদ

সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন আওয়ামীলীগ ক্ষমতায় এলে ইসলাম থাকবে না এ কথা সঠিক নয়। যারা এ কথাটি বলেছিলেন তাদের কথা মিথ্যা প্রমাণিত হয়েছে।

আওয়ামীলীগের আমলে মাদ্রাসা, মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি অনুদান দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম আরো প্রসারিত হয়েছে। গতকাল ২১ এপ্রিল বিকেলে সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের কালাগুল মনাফ মিয়ার মিল হতে মাদ্রাসা সড়ক চেইনেজ উন্নয়ন কাজের উদ্বোধন ও মাদ্রাসা ভবনের সম্প্রসারিত শ্রেণিকক্ষের উদ্বোধন উপলক্ষ্যে মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা জমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এইচ.এম.এ মালিক ইমন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা যুবলীগ নেতা উপজেলা স্পোর্টস একাডেমীর আহবায়ক ইকলাল আহমদ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য বশির উদ্দিন, আনসার আলী, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন, আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান, ফখরুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস.এম. তারা মিয়া, ৫নং ওয়ার্ড সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক হানিফ আলী, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, মুরব্বি আব্দুল মনাফ, মাস্টার আজিজুর রহমান, তাহির আলী, রইছ আলী, সিকন্দর আলী, করম আলী, যুবলীগ নেতা দিলোয়ার হোসেন, ইমরান আলী তালুকদার, মিজানুর রহমান, আরব আলী, কামাল আহমদ, দুলাল আহমদ, ছাত্রলীগ নেতা মইনুল ইসলাম ফাহিম, ইরন শাহ্, সালমান আল হারুন প্রমুখ। জনসভার আগে উপজেলা চেয়ারম্যান ভাড়ার হাট প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও অভিভাকদের সাথে একমত বিনিময় সভায় মিলিত হন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *