সিলেট নগরী থেকে রবিউল ইসলাম (২০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। গত ১৭ এপ্রিল সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উলাহ মার্কেটে মোবাইল ফোন ক্রয় করতে এসে সে নিখোঁজ হয়। সে গোয়াইনঘাট থানার মোহাম্মদপুর গ্রামের মোঃ আলকাছ মিয়ার ৬ষ্ট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রবিউল ইসলাম আনুমানিক বিকেল ৫টায় ০১৭০৩০৯৫১৭১২ নাম্বার থেকে ফোন করে জানায় সে বাড়িতে আসছে। ২ ঘন্টা পর তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখোজি করে তার কোন সন্ধান পাওয়া যায় নি। তার গায়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট ও হলুদ হাফ হাতা গেঞ্জি।
সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল সাধারণ ডায়রী নং- ১৫৫১, তাং- ১৯/০৪/১৮। কেহ তার সন্ধান পেয়ে থাকলে ০১৭৫৯-৪৩৯৮৩৫, ০১৭১২-৯৮৯০২৪ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।