সিলেট তারাপুর চা বাগানের গণহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন

সিলেট তারাপুর চা বাগানের গণহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। বুধবার (১৮ এপ্রিল) সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুলাহ, বাগানের সেবায়েত ডা. পংকজ গুপ্ত, মাহীদ, অসিত বরণ দে, পরিমল, বিজয় সেন, শিপা ঘোষ, বিজয় কান্তি দে, ক্ষমা চক্রবর্তী মুক্তি, সুকেশ দেব, পরিমণ হালদার, দুর্গ চরণ, নিশি মুদি প্রমুখ।

১৯৭১ সালের ১৮ এপ্রিল পাকিস্তানী হানাদার বাহিনী তাদের দোসর রাজাকারের সহায়তায় তারাপুর স্টার চা বাগান ও সিলেট ইলেকট্রিক সাপ্লাই লি. প্রাক্তন প্রতিষ্ঠাতা স্বত্ত্বাধিকারী বি.সি গুপ্ত পরিবারের ৫ সদস্যকে গুলি করে শহীদ করা হয়। শহীদগণ হলেন, রবীন্দ্রনাথ গুপ্ত, রাজেন্দ্র লাল গুপ্ত, রজত গুপ্ত, জহর গুপ্ত, রণজিৎ গুপ্ত। তখন ভাগ্যক্রমে বেঁচে যান শহীদ রাজেন্দ্র লাল গুপ্তের পুত্র পংকজ গুপ্ত। তাছাড়া বাগানের চিকিৎসক, স্টাফস ও কর্মচারীসহ ৩৯ জনকে শহীদ করা হয়। নেতৃবৃন্দ শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *