নিউজ ডেস্ক:: মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর (শম্ভুক মোড়) এলাকায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাহিন্দ্রের ধাক্কায় সেলিম হাওলাদার (৪২) নামের এক মটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত সেলিম মিয়া কালকিনি উপজেলার হোগলপাতিয়া গ্রামের খালেক হাওলাদারের ছেলে। নিহত সেলিম হাওলাদার শিবচরের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্যা জানান, সোমবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার বাজিতপুর এলাকায় মাহিন্দ্রের সাথে চলন্ত মটরসাইকেলের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই সেলিম হাওলাদার নামের এক আরোহী নিহত হয়।
কমেন্ট