সিলেট নগরীর শাহপরান থানাধীন সুরমা গেইট বাইপাস সংলগ্ন এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শামীম আহমদ (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জের কাজলশাহ গ্রামের মাখন আলীর ছেলে। তবে বর্তমানে শাহপরান থানার মিরাপাড়ায় ভাড়াটে বাসায় থাকতেন তিনি।
শামীম আহমদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, শামীম আহমদের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কমেন্ট