সিলেট নগরীর মধুশহীদ এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করার খবর পাওয়া গেছে। রবিবার রাত ৯টার দিকে ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত ব্যক্তির নাম মাসুদ আহমদ। তিনি মধুশহীদ এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেছেন।
জানা যায়, ক্রিসেন্ট মেডিকেল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মাসুদ আহমদের কথা কাটাকাটির একপর্যায়ে তারা তাকে মারধর ও ছুরিকাঘাত করে। তবে কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে ছিলো তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কমেন্ট