হেলা বৈশাখ উপলক্ষ্যে শিশুদের মাঝে বৈশাখী খাদ্য সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও তার পরিবার।
১৪ এপ্রিল সকালে নিজ বাসভবনে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে সাবেক মেয়র বলেন, আনন্দ-উৎসব আমাদেও সবার আমাদেও লক্ষ্য রাখতে হবে সমাজের কোনো মানুষই যেনো অবহেলার কারণে আনন্দ উৎসব থেকে বাদ না পড়ে। প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থান থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যেতে হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষ আমাদেও সমাজের বড় একটি অংশ। তাই আসুন সকলে মিলে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের ভাগ্য উন্নয়ণে কাজ করি।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সোনা মিয়া, এ্যাড. বিজয় কুমার দেব, সাইফুল আলম খান কয়েছ, আব্দু রহমান, আব্দুল গফফার মিন্টু, দিলীপ মিয়া, এনাম আহমদ, আছমা কামরান, ডা. আরমান আহমদ শিপলু, ফারহানা আরমান, রায়হান চৌধুরী, দিলওয়ার হোসেন দিলাল, জাহেদ হোসন মুসা, ইমন আহমদ, রাশেদ, ওহী, সালমান, লিমন, সাজু, আল-আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।