সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে রাজধানীর ১৩২ নিউ ইস্কাটনে ‘সমাজকল্যাণমুলক কর্মকান্ডে জড়িত সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী-২০১৮ এ সিলেট বিভাগ থেকে অংশ্রগহণ করে সিলেট সদর উপজেলার সরকারি নিবন্ধিত ইয়াং স্টার সমাজকল্যাণ সংস্থা।
গত ৮ এপ্রিল রোববার ইয়াং স্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক জালালাবাদ’র এয়ারপোর্ট থানা প্রতিনিধি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. উছতার আলী এ কর্মসূচীতে অংশ নেন।
৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৫ দিন ব্যাপী কর্মসূচীতে প্রশিক্ষণ প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন, মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব আলতাফ হোসেন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব (যুগ্ম সচিব) মো. সিরাজুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুপন কান্তি শীল, অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামানিক, স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.এফ.এম হায়াতুলাহ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একান্ত সচিব মোহা. আমিনুর রহমান, হিসাবরক্ষক কর্মকর্তা এম.এ মুন্নাফ মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী, সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. সাফায়াত হোসেন তালুকদার, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উপপরিচালক (প্রশাসন) মো. জিলুর রহমান খান, উপপরিচালক সামসুন নাহার সুমি, উপপরিচালক ফেরদৌসী রুবাইয়া, সহকারী উপপরিচালক মো. মোহিবুলাহ, প্রশিক্ষন কর্মকর্তা নাজির আহমদ, সমাজসেবা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা জাহাঙ্গীর কবির, মৎস্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তা মো. কামরুজ্জামান হোসাইন, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উপপরিচালক কে.এ.এম রইসুল ইসলাম, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) মো. হেলাল উদ্দিন, প্রাণী সম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. একেএম আতাউর রহমান, ক্রীড়া অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) ডা. মো. আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও ৫ দিন ব্যাপী সরকারি প্রশিক্ষণে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করেন। এ প্রশিক্ষণে সারাদেশের মোট ৩৬টি সামাজিক সংগঠন অংশ্রগহণ করে।
প্রশিক্ষণ শেষে ইয়াং স্টার সমাজকল্যাণ সংস্থাকে সিলেট বিভাগের মধ্যে অন্যতম সামাজিক সংগঠন হিসেবে পুরস্কার প্রদান করা হয় এবং সংস্থার সভাপতি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. উছতার আলীকে সম্মাননা প্রদান করা হয়।