লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ, বিএনপি হতাশায়: কাদের

নিউজ ডেস্ক:: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে বিএনপি লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয়ে এখন দলটি নিদারুণভাবে হতাশায় ডুবে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ঘোষণায় লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করেছিল। সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোটার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে হলে বিদ্যমান ব্যবস্থা বাতিল করাই ছিল সময়োপযোগী পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি পরীক্ষা-নিরীক্ষা করবে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২অাসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *