বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব: রওশন এরশাদ

নিউজ ডেস্ক:: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এমপি বলেছেন, নববর্ষ বাঙালির এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব।

বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে শুক্রবার সংবাদ মাধ্যমে এক পাঠানো শুভেচ্ছা বার্তায় দেশ ও দেশের বাইরে থাকা সব বাঙালিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একথা বলেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির জন্য সার্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূ-খণ্ডের সব মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যা কিছু জীর্ণ-পুরানো, অশুভ ও অসুন্দর তা পেছেনে ফেলে নতুনের কেতন উড়িয়ে শুরু হবে আরও একটি নতুন বছর ১৪২৫ বঙ্গাব্দ’।

শুভেচ্ছা বার্তায় দেশের সব মানুষ হ্বিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হয়ে কাঙ্খিত উদীয়মান অর্থনৈতিক সোনার বাংলা গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে নতুন বছরে এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *