খেলাধূলা ডেস্ক:: আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় একাদশ আইপিএলে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিপক্ষ প্রীতি জিনতার কিংস ইলেভেন পঞ্জাব। আনুশকা শর্মাকে বিয়ের পর এটাই প্রথম আইপিএল ভারতীয় অধিনায়ক কোহলির।
আইপিএলে আজকের ম্যাচটিতে অন্যরকম এক লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন প্রীতি জিনতা ও আনুশকা শর্মা। বিশেষ করে প্রীতি জিনতা ও আনুশকা শর্মা দুইজনই বলিউড অভিনেত্রী। তারপরও আইপিএলে আজকের ম্যাচে তাদের মধ্যে রয়েছে অন্যরকম এক লড়াই। আইপিএলের ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব।
প্রীতি জিনতা হচ্ছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম একজন কর্ণধার। আর আনুশকা শর্মা আরসিবি অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী।
সুতরাং, এই ম্যাচে বলিউডের এই দুই অভিনেত্রীর মধ্যে অন্যরকম একটি লড়াই থাকছে। এ ছাড়া আজকের ম্যাচকে সামনে রেখে ব্যাঙ্গালোরে হাজির হয়েছেন আনুশকা শর্মা।
আইপিএলে দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছিল রয়্যাল কোহলির চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব।