খেলাধুলা ডেস্ক:: আরও একটি মাইলফলক ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আরেক কীর্তিতে টপকে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে।
কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল রিয়াল মাদ্রিদের। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ তে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা।
পেনাল্টি থেকে গোল করে সেই যাত্রায় দলকে উদ্ধার করেন রোনাল্ডো। একই সঙ্গে লস ব্লাঙ্কোজদের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলার টিকিট এনে দেন তিনি।
এ নিয়ে গোটা ক্যারিয়ারেই ইউরোপসেরা টুর্নামেন্টে তুরিনের ওল্ড লেডিদের বিপক্ষে ১০ গোল করলেন সিআর সেভেন। এতদিন ৯ গোল নিয়ে একটিদলের বিপক্ষে মর্যাদার এ লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
এবার বার্সার খুদে জাদুকরকে ছাড়িয়ে গেলেন পর্তুগিজ সুপারস্টার। এ টুর্নামেন্টে আর্সেনালের বিপক্ষে ৯ গোল করার কীর্তি আছে আর্জেন্টাইন সুপারস্টারের।
প্রথম লেগে জুভেন্টাসের ঘরের মাঠ থেকে ৩-০ গোলে জিতে এসেছিল রিয়াল। ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর রূপকথার গল্প রচনা করে বসছিল জুভেন্টাস। ৯০ মিনিট পর্যন্ত ৩-০ তে এগিয়ে ছিলেন তারা।
তবে সফল স্পট কিকে মহামূল্যবান গোল করে দুই লেগ মিলিয়ে ৪-৩-এ এগিয়ে রিয়ালকে সেমিতে তোলেন রোনাল্ডো।