যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা মোস্তফা কামালকে আমরা বিয়ানীবাজারবাসীর সংবর্ধনা অনুষ্ঠানে :মিসবাহ উদ্দিন সিরাজ

যুক্তরাষ্ট্রস্থ ইনক’র বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও কমিউনিটি নেতা মোস্তফা কামালের সম্মানে বুধবার রাতে সিলেট নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে সিলেটস্থ আমরা বিয়ানীবাজারবাসীর উদ্যোগে স্বজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা আওয়ুামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও যুবলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্বাছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, প্রবাসীরা দেশের র‌্যামিটেন্স বৃদ্ধি করতে গুরুত্বপর্ণূ ভূমিকা রাখে। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে অক্লান্ত পরিশ্রমে কাজ করে যাচ্ছেন এবং তাদের সাহায্য সহযোগীতায় আজ আমরা অনেক এগিয়ে যাচ্ছি। তাদেরকে বিভিন্নভাবে আজকের মতো সংবর্ধনা দিয়ে কিছুটা হলেও উৎসাহ যোগাতে পারলে আমরা আনন্দিত হব। কারন আমরা যখন যুক্তরাষ্ট্রে যাই তখন প্রবাসীরা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগীতা করে থাকেন। তাই তাদের প্রতি আমাদের সম্মানজনকভাবে কিছুটা করা দরকার।

মোস্তফা কামাল দেশের জন্য বিভিন্নভাবে যেভাবে কাজ করে যাচ্ছেন তা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে এ ধরণের বিভিন্ন সামাজিক সংগঠন সহ প্রত্যেকটি কাজের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেই আশাবাদী আমরা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন, এডভোকেট ইইউ এমাদ উলাহ শহীদুল ইসলাম শাহীন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের সভাপতি ডা. ফয়েজ আহমদ ও সাধারণ সম্পাদক এডভোকেট মহব্বত খান, শাবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, এডভোকেট রুহুল আলম মিন্টু, এডভোকেট জুবের আহমদ, আলহাজ শামছ উদ্দিন খান, বাংলা টিভি’র সিলেট ব্যুরো চিফ সাংবাদিক আবু তালেব মুরাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল খালিক, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কবির আহমদ, নাট্য ব্যক্তিত্ব মিশফাক চৌধুরী মিশু,আলহাজ নাজিম উদ্দিন, ক্রীড়া সংগঠক ফেরদৌস চৌধুরী রুহেল, এডভোকেট ছালেহ আহমদ সেলিম, জেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল বারী, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জামিলুর রহমান।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাজা জিসি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুমিত, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ হোসেন খান, বার্তা২৪ টেলিভিশনের চেয়ারম্যান ছাদেক আহমদ আজাদ, জেলা কৃষক লীগের সাধারণ আব্দুর রকিব বাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, সুজেল আহমদ তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *