মৌলভীবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

নিউজ ডেক্স:: মৌলভীবাজার শহরের আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা শাহনাজ রিনির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বৃহস্পাতিবার সকালে মৌলভীবাজার চৌমহনা চত্বরে তিন শতাধীক শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

স্কুলের অভিভাবক জুনেদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বুলবুল আহমদ, শাহজান আহম্মদ, সৈয়দ আনোয়ার আহম্মদ, রনধির দাস, অরবিন্দু, বাবলু মিয়া প্রমুখ।

অভিভাবকরা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক রিনি শিক্ষার্থীদের দিয়ে বাথরুম পরিস্কার করানো সহ সবধরনের কাজ করান। তাদের সাথে দূর্ব্যবহার করেন। মারধর করেন এমনকি অভিভাবকরা এর প্রতিবাদ করলে তাদেরকেও গালমন্দ করেন।

তারা আরো জানান, দীর্ঘদিন থেকে এই শিক্ষককে অপসারনের দাবী করে আসছি আমরা । কিন্ত অদৃশ্য ক্ষমতার জোরে ঠিকে আছেন তিনি। আমরা দাবী জানাই অবিলম্বে এই মানসিক ভারসাম্যহীন প্রধান শিক্ষককে এই স্কুল থেকে অপসারন করা হোক।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *