শেখঘাট মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বেলসাইন লাগানো উপলক্ষ্যে আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন সিলেট মহানগরীতে মেধাবী শিক্ষার্থী গড়তে মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যায়লয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রায় ৮৩ বছর পূর্বে স্থাপিত এই বিদ্যালয়টি নারী শিক্ষার প্রসারে অগ্রনী ভূমিকা রেখে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করতে বিদ্যালয়ের কতৃপক্ষের নিরন্তর প্রয়াস প্রশংসার দাবী রাখে। সভা শেষে মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন বেলাসাইন স্থাপন করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম শেখ সিকন্দর আলীর পরিবারের থেকে মোঃ মাসুদ রানা বেলাসাইনটি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, শেখঘাট পঞ্চায়েত কমিটির সভাপতি শফিক মাহমুদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বৃটানিকা কলেজের অধ্যক্ষ গ.ক.ম আলমগীর, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, মরহুম শেখ সিকন্দর আলীর পুত্র সাজ্জাদুর গনি স্কুল পরিচালনা কমিটির সদস্য মতিন মিয়া সহ শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।