নিউজ ডেক্স:: সিলেট-তামাবিল সড়ক থেকে সরে গেছে শিক্ষার্থীরা। অবরোধ তুলে নিয়েছে তারা। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।
আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে রাস্তাটি অবরোধ করে সিলেট সরকারি ও এমসি কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
চলমান এইচএসসি পরীক্ষায় এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে সিলেট সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ ছিল জীব-বিজ্ঞান পরীক্ষা।
এ পরীক্ষায় অংশগ্রহনকারি সরকারি কলেজের কয়েকজন পরীক্ষার্থীর খাতা একজন শিক্ষক কেড়ে নিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় অবস্থান নিয়েছিল বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
তারা সিলেট-তামাবিল সড়কে ৩০/৩৫ অবস্থান গ্রহন করেন। এরপর এমনিতেই রাস্তা ছেড়ে চলে যায়। বর্তমানে এই রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন।