নিউজ ডেক্স:: চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন গরিবুল্লাহ শাহের মাজারসংলগ্ন শ্যামলী বাস কাউন্টারের সামনে এক নারী যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে হাজেরা বিবি (৩৮) নামে ওই নারীর ব্যাগে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
র্যাবের সিনিয়র এএসপি শাহেদা সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার ট্রাভেল ব্যাগে তল্লাশি চালানো হয়। সেখানে সব কাপড়-চোপড় বের করার পরও খালি ব্যাগের ওজন বেশি মনে হওয়ায় ভালোভাবে তল্লাশি চালানোর পর রেকসিনের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়।উদ্ধারকৃত ইয়াবা ও আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি।
কমেন্ট