নিউজ ডেক্স:: রাজধানীর উত্তরায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে রেলযোগাযোগ তিন ঘণ্টা বন্ধ থাকে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে টঙ্গী রেলব্রিজসংলগ্ন ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পরে কমলাপুর থেকে ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট লোকজন এসে সকাল সাড়ে ১০টায় ইঞ্জিন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করে।
বিমানবন্দর রেলস্টেশন মাস্টার মরণ চন্দ্র সাংবাদিকদের জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টায় রেলব্রিজসংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে ট্রেনটি পুনরায় মেরামত করে ইঞ্জিন সচল হলে সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ওই স্টেশনমাস্টার।