সিলেট ওসমানী বিমানবন্দরে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ পাউন্ড, দিরহাম এবং রিয়াল সহ জফর উদ্দিন নামের এক যাত্রিকে আটক করেছে ওসমানী বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।

বুধবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় দুবাইগামী এই যাত্রিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৪৬ লক্ষ ৩৩ হাজার ৭৫০ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। আটককৃত যাত্রী গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ জাঙ্গাইলের নুরুজ্জামানের ছেলে।

ওসমানী বিমানবন্দর শুল্ক গোয়েন্দার সহকারি কমিশনার মোহাম্মদ আলী বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জফর উদ্দিনের লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ ব্রিটিশ পাউন্ড, দুবাইয়ের দিরহাম এবং সৌদি রিয়াল জব্দ করা হয়েছে। তার লাগেজে কচুর লতি, কাঁচা পানের মধ্যে লুকিয়ে এসব মুদ্রা পাচার করা হচ্ছিল। জব্দকৃত মুদ্রার পরিমাণ বাংলাদেশি টাকায় এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।’

তিনি আরো বলেন, ‘জফর উদ্দিন দুবাইয়ের যাত্রী ছিলেন। তিনি ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ফ্লাইট এফ জেড ৫৯৬ এর যাত্রী ছিলেন।’ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *