আন্তর্জাতিক ডেস্ক:: তিনি আইসিসির বিচারকদের কাছে এ বিষয়ে আবেদন করেছেন। খবর আলজাজিরার। বেনসুদা বলেছেন, নির্ভরযোগ্য বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে- মিয়ানমারে বৈধভাবে বসবাস করে আসছিলেন এমন ৬ লাখ ৭০ হাজার রোহিঙ্গা মুসলমানকে গত বছরের আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে নির্যাতন করে বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে।
তিনি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয়ার জন্য আইসিসির বিচারকদের কাছে অনুরোধ জানিয়েছেন।
২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা ও দমন অভিযান শুরু করে। এর ফলে অন্তত ছয় হাজার রোহিঙ্গা নিহত ও প্রায় ১০ লাখ মানুষ ভিটেমাটি ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন।
আইসিসির বিচারকরা যদি রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অপরাধযজ্ঞের তদন্ত চালানোর কিংবা এ বিষয়ে বিচার শুরু করার নির্দেশ দেন তাহলে তার অর্থ হবে আন্তর্জাতিক এ আদালতের পক্ষ থেকে প্রাথমিকভাবে রোহিঙ্গা নির্যাতনের বিষয়টিকে স্বীকৃতি দেয়া।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বহু আগে থেকে বলে আসছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যা করেছে তা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ।