বিনোদন ডেস্ক :: কাস্টিং কাউচের প্রতিবাদ করেছিলেন অভিনব ভঙ্গিতে। যে শরীর নিয়ে এত টানাটানি, এত লালসা, তাই-ই অনাবৃত করে তুলে ধরেছিলেন সমাজের সামনে। আসলে তা ছিল মেকি সভ্যতার মুখে থাপ্পড়। গোটা দেশে রীতিমতো শোরগোল পড়েছিল অভিনেত্রী শ্রী রেড্ডির টপলেস প্রতিবাদে। সে থাপ্পড় যে জোর লেগেছে তা ঘটনা পরম্পরায় স্পষ্ট। তবে অভিনেত্রীকে প্রতিবাদের মাশুল দিতে হচ্ছে ব্যক্তিগত জীবনেই। পোশাক খুলে প্রতিবাদের জেরে ঘর থেকে বের দেওয়া হল তাকে।
হায়দরাবাদের অভিজাত জুবিলি হিলস এলাকায় তেলুগু ফিল্ম চেম্বার অফ কমার্স। গত শনিবার সেই অফিসের সামনে টপলেস হয়ে বসে পড়েন অভিনেত্রী। অভিযোগ জানান, উঠতি অভিনেত্রীদের তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোষণ করা হয়। ভাল চরিত্র, খ্যাতি দেওয়ার নাম করে তাদের শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হয়। এরপরও তারা কাজ পান না। এভাবেই দীর্ঘদিন ধরে নারীরা তেলুগু চলচ্চিত্র জগতে হেনস্তার শিকার হচ্ছেন। এর প্রতিবাদ করতে কাউকে তো এগিয়ে আসতেই হত। সারা দেশের সংবাদমাধ্যম তুলে ধরে অভিনেত্রীর প্রতিবাদ। প্রতিবাদে অবস্থা বদলায়নি। তবে আঁতে ঘা লেগেছে। কেননা ইতিমধ্যেই অভিনেত্রীকে মোশন শিল্পীদের অ্যাসোসিয়েশন থেকে বরখাস্ত করা হয়েছে। এবার বাড়ি ছাড়ারও নোটিস পেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সে খবর জানিয়ে অভিনেত্রী লিখেছেন, পোশাক খুলে প্রতিবাদ জানানোর পরই তাকে বাড়ি ছাড়ার কথা জানিয়ে দেওয়া হয়। বাড়ির মালিক আবার আইএএস অফিসার!