কম্পিউটার সমিতির নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে করিমউল্লাহ মার্কেটের কম্পিউটার ব্যবসায়ীরা

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সিলেট শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা দিয়েছে করিমউল্লাহ মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী বৃন্দ।  মঙ্গলবার রাতে সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিমউল্লাহ মার্কেটের ৫ম তলায় সংবর্ধনা অনুষ্ঠানে বিসিএস’র ২০১৮-২০২০ মেয়াদের নব-নির্বাচিত কমিটির সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি করিমউল্লাহ মার্কেটের স্বত্তাধিকারী ছানাউল্লাহ ফাহিম ও মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী বৃন্দ।

সংবর্ধিত অতিথিরা হলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সিলেট শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বিন আব্দুর রশিদ, সেক্রেটারী এএসএমজি কিবরিয়া, জয়েন্ট সেক্রেটারী তারেক হাসান, ট্রেজারার পার্থ চৌধুরী, মেম্বার মো. মুজিবুর রহমান স্বাধীন ও আহমদ মাসুদ হায়দার জালালাবাদী।

সিলেট কম্পিউটার এসোসিয়েশনের সহ-সভাপতি মো. আছাদ আহমদ স্বপনের সভাপতিত্বে ও ইউনিক কম্পিউটারের পরিচালক আমিনুল রহমান সুপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমউল্লাহ মার্কেটের ব্যবসায়ী কল্যণ সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ পাবেল, সাধারণ সম্পাদক হিলাল আহমদ, ল্যাপটপ কেয়ারের পরিচালক শহীদুল ইসলাম, নাজ কম্পিউটারের পরিচালক ছবরুল ইসলাম নেপুর।
এছাড়াও মার্কেটের ব্যবসায়ী শামীমুল ইসলাম, দেলোয়ার হোসেন রাজু, প্রিন্স চৌধুরী শাওন, মাসুদুল করিম, রাসেল আহমদ, জিতেন চন্দ্র মালাকার, সুমন আহমদ, মালেক আহমদ, এসকেএমজি মাহবুব আলী, শরিফ আহমদ, রুবেল আহমদ, খায়রুল ইসলাম আকাশ, জন্টু গোস্বামী, পিংকু দত্ত, মুকুল মালাকার, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, মনদ আলী, ফারুক আহমদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন নাজিম আহমদ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *