নিউজ ডেস্ক:: ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার বাসচালক পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন বাবু মল্লিক, আব্দুল আজিজ, বলরাম, সোহেল ও মকবুল।
এর আগে গতকাল গ্রেপ্তার পাঁচ আসামিকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে তাদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পরিদর্শক মো. জাকারিয়া। শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া গতকাল ধর্ষণের শিকার ওই নারী পোশাক শ্রমিকের জবানবন্দী রেকর্ড করেছে আদালত। গত রবিবার রাত নয়টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধামরাইয়ের শ্রীরামপুরে যাত্রীসেবা পরিবহনের একটি বাসে ওই গার্মেন্ট শ্রমিক গণধর্ষণের শিকার হন। পরে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।