নিউজ ডেস্ক:: ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্তবর্তী বৈকারীর বাজার থেকে ১২৮ গ্রাম সোনাসহ হাফিজুর রহমান (৪৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।
রবিবার (৮ এপ্রিল) রাতে তাকে আটক করে। আটক হাফিজুর রহমান বৈকারী গ্রামের রিয়াজ উদ্দিন সরদারের ছেলে।
সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১২৮ গ্রাম সোনা জব্দ করা হয়।
তিনি জানান, জব্দকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি।
কমেন্ট