জৈন্তাপুরে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি

নিউজ ডেক্স:: জৈন্তাপুরে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন বিলাল উদ্দিন (৩৫)। নামে এক ব্যক্তি। তিনি জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মোহন মিয়ার পুত্র (৩৫)৷ পেশায় তিনিও এক জন ট্রাক ড্রাইভার।

সোমবার (৯ এপ্রিল) সকাল ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাফলং থেকে ছেড়ে আসা ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-০৫৫৩) উপজেলার চাঙ্গীল বাজার সীমান্ত ফাঁড়ির সামনে সামনে রড বোঝাই একটি রিকশাকে ধাক্কা দেয়। এসময় রিকশা আরোহী বিলাল ড্রাইভার ছিটকে পড়ে ট্রাকের তলায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে৷

ঘটনার পর পরই স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে ও সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে৷

এ দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মো. ময়নুল জাকির ৷

তিনি এলাকার গন্যমান্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন ৷

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *