নিউজ ডেক্স:: যশোরের বেনাপোল সীমান্তে এলাকা থেকে ৩৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল, তিনটি বাইসাইকেলসহ নুর উদ্দিন (৪৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার ভোরের দিকে বেনাপোল পোর্ট থানার শিকড়ি বালু মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি। আটক নুর উদ্দিন বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেন মন্ডলের ছেলে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, কয়েকজন মাদক পাচারকারী ফেনসিডিল নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বেনাপোল বাজারের দিকে যাবে।
এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শিকড়ি বালুর মাঠে অভিযান চালিয়ে নুর উদ্দিনকে ফেনসিডিলসহ আটক করা গেলেও অন্য পাচারকারীরা বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। আটক নুর উদ্দিনকে ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানায়সোপর্দ হয়েছে বলে জানান তিনি।