সিলেট নগরীর মিরাবাজারস্থ মিতালী আবাসিক এলাকা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় জীবিত উদ্ধার করা হয় ৫ বছরের একটি শিশুকে। নিহতরা হলেন, রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রূপম (১৬)। আর উদ্ধার করা শিশুটি রোকেয়ার মেয়ে রাইসা বেগম (৫)।
রোববার দুপুরে মিতালী ১৫/জে নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রোকেয়া বেগম তার ছেলে ও মেয়েকে নিয়ে খাড়পাড়ার মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসার নিচতলায় ভাড়া থাকতেন। এদিকে তার স্বামী অসুস্থ থাকায় তিনি তার নিজ বাড়ীতেই থাকতেন।
নিহত রোকেয়ার ভাই জাকির হোসেন জানান,গত শুক্রবার সন্ধ্যা থেকে তিনি তার বোনের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় আজ বোনের বাসায় আসেন। বোনকে অনেক ডাকাডাকির পরও সারা না পেয়ে তিনি উপরতলায় মালিক সালমান হোসেনকে খবর দেন। পরে মালিকের কাছে থাকা একটি চাবি দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকে দেখেন এক বিছানায় তার বোন রোকেয়া বেগম ও অন্য বিছানায় তার ভাগ্নে রূপমের লাশ পড়ে আছে। পরে তিনি পুলিশকে খরর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।