সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের সাধারণ মানুষের প্রিয় সংগঠন আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে, দেশের প্রকৃত উন্নয়ন হয়েছে। এমনকি বিদেশেও দেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি হিসেবে আমরা সগৌরবে বিশ্বের সামনে দাঁড়াতে পেরেছিলাম। এখন আমরা একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষে আমরা দ্রুত এগিয়ে চলেছি। আমাদের অগ্রযাত্রা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। তার নেতৃত্ব সারাবিশ্বে সমাদৃত, বিশ্বের কাছে তিনি এখন নেতৃত্বের রোলমডেল। গতকাল রবিবার বেলা ১১টায় যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে শফিক চৌধুরী এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সজুাত আলী রফিকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, আশফাক আহমদ, অ্যাড. রাজ উদ্দিন আহমদ, অ্যাড. শাহ মশাহিদ আলী, অ্যাড. নাসির উদ্দিন খান, মো. আলী দুলাল, মইনুল ইসলাম, এ আর সেলিম, লিয়াকত আলী, বোরহান আহমদ, শামীম রশিদ চৌধুরী, আতাউর রহমান, নাজলু চৌধুরী, পংকি খান, খন্দকার মহসিন কামরান, আসাদুজ্জামান আসাদ, অ্যাড. আফছর আহমদ, বাবলা চৌধুরী, পংকজ পুরকায়স্থ, আমির আলী চেয়ারম্যান, অ্যাড. মো. আলমগীর, আলী আমজদ, আফতাব আলী কালা মিয়া, শামীম আহমদ, কামাল আহমদ, লুৎফুর রহমান, রফিক আহমদ, জামাল আহমদ, হোসাইন আহমদ, লোকমান আহমদ, রইছ আলী, মুক্তিযোদ্ধা সায়ফুল আলম, পীর মজনু মিয়া, আব্দুল হামিদ, শেরওয়ান আহমদ, ফেরদৌস খান, সায়াদ আহমদ ছাদ, সুবেদুর রহমান মুন্না, মুহিবুস সালাম রিজভী, শাহজাহান আলী, অরুনোদয় পাল ঝলক, শাহ আসাদ, সমছু মিয়া, খলিলুর রহমান মাস্টার, মখদ্দুছ আলী, নিখিল পাল, সাধন দাশ, তফজ্জুল আলী, আব্দুর নূর, রুনু দেব, শফিক উদ্দিন স্বপন, সামসুল ইসলাম মিলন, ইউসুফ আহমদ, সেলিম রেজা, দিলদার আলী, আলতাব হোসেন, আরিজ আলী, আজির উদ্দিন, রশিদুল ইসলাম রাশেদ, সুহেল আহমদ মুন্না, মুহিবুর রহমান সুইট, শীতল বৈদ্য, এনাম আহমদ প্রমুখ।
রবিবার সকালে শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য সফর শেষে সিলেট পৌঁছালে বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগরসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে আগত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা বিশাল গাড়ীর বহর নিয়ে তাকে অভ্যর্থনা জানান। তিনি সফরে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিভিন্ন সভায় যোগদান, প্রবাসী বাঙালী কর্র্তৃক আয়োজিত বিভিন্ন সংবর্ধনা, সামাজিক অনুষ্টানে যোগদান ও সেখানকার কূটনীতিক ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎসহ নানা কর্মসুচিতে অংশ নেন । প্রেসবিজ্ঞপ্তি