যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্ক’র সভা যৌন হয়রানি বন্ধে এখনই পদক্ষেপ নিতে হবে

সিলেটসহ দেশব্যাপী যৌন হয়রানি ও নারীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্ক সিলেট। শুক্রবার রাতে ত্রৈমাসিক সভায় এ উদ্বেগ জানানো হয়। নগরীর জিন্দাবাজার একটি হোটেলে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সম্প্রতি নারী ও শিশু নির্যাতন ভয়াবহ রূপ ধারণ করেছে।

যৌন হয়রানি বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সেটি মহামারি আকার ধারণ করবে। নারী ও শিশু নির্যাতন, হত্যা ও যৌন হয়রানি বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য মুহাম্মদ কায়েম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, অঞ্জলী প্রভা চৌধুরী, অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সাংবাদিক ইউসুফ আলী, মো. শাহ আলম, সাংবাদিক মুহিবুর রহমান, ডা. এএএম শিহাব উদ্দিন, বিভাষ চন্দ্র তরফদার, জাকিয়া জালাল, রাজিয়া সুলতানা চৌধুরী প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *