সিলেটের কাজিরবাজার সেতুতে দূর্ঘটনায় গুরুতর আহত হওয়া যুবলীগ নেতা মোসাদ্দেক হোসেন মুসা আর নেই। ইন্নালিল্লাহি ওইন্না….রাজেউন। শনিবার সকাল ৬.৩৫ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ মাস বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন। তার স্ত্রী আমেরিকা প্রবাসী। তিনিও আমেরিকায় যাবার অপেক্ষায় ছিলেন। আগামী মাসে মার্কিন দূতাবাসে তার ইর্ন্টারভিউ দেবার কথা ছিল।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে মোসাদ্দেক হোসেন মুসা মোটরসাইকেলে করে দক্ষিণ সুরমা থেকে মোটরসাইকেলে কাজিরবাজার সেতু পার হওয়ার সময় হঠাৎ করে একটি চটপটির গাড়ি উড়ে এসে তার উপরে পড়ে। এতে তিনি মোটরসাইকেলসহ ছিটকে পরে যান। এসময় তিনি গুরুতর আহত হন এবং কান দিয়ে রক্ত বেরিয়ে যায়। পরে ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে রাতেই তাকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে লাইফসাপোর্টে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার সকালে এয়ার এম্বুলেন্সযোগে তাকে সিলেট থেকে ঢাকায় নেওয়া হয়েছিল।
মুসার অকাল মৃত্যুতে তার পরিবার এবং রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।