গতকাল কবি সিকানদার আবু জাফরের ৯৯ তম জন্ম দিন গত শুক্রবার পালন করে মুক্তাক্ষরের শিক্ষার্থীরা।
সিলেট ইলেকট্রিক সাপ্লাই মুক্তাক্ষর কার্যালয়ে বিমল করের সভাপতিত্বে বিকেল ৫ টায় সাবর্ণি গোস্বামী শুচির উপস্হাপনায় কবির কবিতায় আবৃত্তিতে অংশ গ্রহণ করে প্রান্ত,মীম,সিমা,প্রিতম ও স্নেহা। সব শেষে কবির ‘ বাংলা ছাড়ো’ কবিতার উপর আলচনা করা হয়।
কমেন্ট