নিজস্ব প্রিতিনিধি:: সুনামগঞ্জের শহরের ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে একজন এবং এর পরপরই আরেকজন মেয়র প্রার্থী নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইসহ নানা অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন ভোট শেষ হওয়ার ১৫ মিনিট আগে তার বাড়িতে কয়েকজন সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই তার চাচাতো ভাই বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনও দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করেন।
জেলা বিএনপি নেতারা নির্বাচনে ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ নানা অভিযোগ করেন। তবে দুপুর ২টা পর্যন্ত দেওয়ান গণিউল সালাদীন ও দেওয়ান সাজাউর রাজা সুমন এধরনের কোন অভিযোগ করেননি।
বিএনপি কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল উপস্থিত ছিলেন।