সে সবার সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে- বিউটি

বিনোদন ডেস্ক:: রায়াতের জন্মের কয়েকমাস পর থেকেই ওকে সঙ্গে নিয়েই আমাকে নিয়মিত প্রোগ্রাম করতে হয়। যে কারণে ও খুব ছোটবেলা থেকেই আমার সব প্রোগ্রাম সরাসরি দেখে দেখে বড় হচ্ছে। যার ফলে, ওর মধ্যে খুব অল্প বয়সেই অনেক বেশি সাহস সঞ্চিত হয়েছে।

বয়স মাত্র ২ বছর অথচ সে আমার গান চলাকালীন মঞ্চে উঠে গানের তালে তালে নাচানাচি করে, বড়দের মতো করে মাইক্রোফোন ধরে কথা বলার চেষ্টা করে এবং সে সবার সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে। মিউজিক ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে ওর সব থেকে প্রিয় ইনস্ট্রুমেন্ট হলো তবলা। প্র্যাকটিসের সময় বা মঞ্চে উঠলেই বাকি সব ইনস্ট্রুমেন্ট বাদ দিয়ে দৌড়ে গিয়ে তবলা বাজানো শুরু করে দেয় এবং বিটের তালে তালে ও এত সুন্দর করে তবলা বাজায় যে না দেখলে বিশ্বাসই হবে না।

তাই, এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। সবাই আমার রায়াত সোনার জন্য দোয়া করবেন। ও যেন এ রকম করে সুষ্ঠু ও সুন্দরভাবে ধীরে ধীরে বেড়ে উঠতে পারে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *