সিলেটরে ফেঞ্চুগঞ্জে ৫টি ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করছে।
জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ২২৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৭২ হাজার ৫৯২। এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ৪০৯ জন এবং মহিলা ভোটার ৩৬ হাজার ১৮৩ জন।
নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনের মোট কেন্দ্র সংখ্যা ৪৫টি। এর মধ্যে ১৫টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ এবং বাকি ৩০টিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের জন্য ৫ ইউনিয়নে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৫ জন অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচন চলাকালে সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ২ জন অফিসারসহ ৭ জন পুলিশ সদস্য এবং ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি প্রবাসী প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন । তারা হলেন- উপজেলা বিএনপির উপদেষ্টা, বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিরুল ইসলাম মুরাদ (ধানের শীষ), উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ (নৌকা), প্রবাসী জাতীয় পার্টি নেতা শেখ মোরশেদ আহমদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোঃ বদরুদ্দোজা (আনারস)। সংরক্ষিত নারী সদস্যপদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৫৭ জন নির্বাচনী লড়াই এ অংশ নিচ্ছেন। এ ইউনিয়নের মাট ভোটার সংখ্যা ১৪হাজার ৭৮৩ জন।
ফেঞ্চুগঞ্জ উপজেলার সব চেয়ে বেশী জনসংখ্যা মাইজগাঁও ইউনিয়নে । ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১৯২ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী (ধানের শীষ), উপজেলা আওয়ামী লীগ নেতা জুবেদ আজমদ চৌধুরী শিপু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন ইমরান আহমদ চৌধুরী (আনারস)। ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন।
ঘিলাছড়া ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৬৩৭জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ আপ্তাব আলী (ধানের শীষ), উপজেলা আওয়ামী লীগ নেতা লেইছ চৌধুরী (নৌকা), বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ চৌধুরী। সংরক্ষিত সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে-৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উত্তর কুশিয়ারা ইউনিয়নে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ জিলু (ধানের শীষ), যুক্তরাজ্য প্রবাসী, আওয়ামী লীগ নেতা লুদু মিয়া (নৌকা), সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান (আনারস), যুক্তরাজ্য প্রবাসী মনির আলী (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী মোঃ আপ্তার আলী (ঘোড়া), শ্রমিক নেতা মোঃ বসারত আলী (অটোরিক্সা)। এই ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৩শ। নবগঠিত ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপির মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৬৫৩ জন।
উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া এই ইউনিয়নে নারী সদস্যপদে ৯ জন এবং সাধারণ সদস্যপদে ৪১ জন নির্বাচনী লড়াই এ মাঠে রয়েছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা এপিপি জসীম উদ্দিন আহমদ নৌকা),উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এমরান উদ্দিন (ধানের শীষ) স্বতস্ব প্রার্থী আতিকুর রহমান মিটু (ঘোড়া),মোঃ আব্দুল ওয়াদুদ (আনারস) ও সত্য কুমার বিশ্বাস (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।