হবিগঞ্জের নবীগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।
বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে সিলেট থেকে নবীগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া হবিগঞ্জ পরিবহন বাসটি নবীগঞ্জ থানাধীন পিতুয়া নামক স্থানে পৌঁছানোর পর চালক নিয়ণ্ত্রণ হারান। পরে তা রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
তবে নবীগঞ্জ থানার ওসি এস. এম. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই চালক বাসটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কমেন্ট