নিউজ ডেস্ক:: স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজক সংগঠনের সহ সভাপতি মোস্তফা কামাল পাশা বাবুলের সম্প্রতি বাংলাদেশের ভ্রমণকে কেন্দ্র করে এ আয়োজন করা হয়।
সংগঠনের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কাউসার আহমেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি আবু তাহের।
তিনি বলেন, “আমরা সবাইকে নিয়ে কাজে আগ্রহী। যে কোন কর্মসূচি বাস্তবায়নে জাসাস সর্বাত্মকভাবে পাশে থাকবে।”
খালেদা জিয়ার মুক্তি দাবিতে ‘শিঘ্রই বৃহৎ একটি কর্মসূচি’ দেওয়ার কথা জানান গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, পারভেজ সাজ্জাদ ও এম এ বাতিন।
তারা জানান, বিএনপির চেয়ারপারসনকে কারামুক্ত করতে সবাইকে সবকিছু ভুলে এক ব্যানারে কাজ করার বিকল্প নেই।
একইসঙ্গে সরকারের দায়ের করা সব মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক জনমত তৈরির ওপর গুরুত্ব দেন নেতা-কর্মীরা।
তবে উপস্থিত কিছু কর্মী অভিযোগ করে বলেন, বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদি চেতনার মানুষেরা চরম সংকটে পড়েছেন। বাংলাদেশের নেতা-কর্মীরা নানা কারণে ভীত-সন্ত্রস্ত।
কিন্তু প্রবাসী নেতা-কর্মীরা ‘ভয়ের মধ্যে নেই’ দাবি করে খালেদার কারামুক্তি আন্দোলনে অংশ নেওয়ার কথা জানান তারা।
এক কর্মী প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র বিএনপির পাঁচ বছর ধরে কমিটি নেই, কাজ করবো কার নেতৃত্বে? আন্দোলনের সুফল যাবে কার ঘরে?
বিএনপির জ্যেষ্ঠ নেতারা এ প্রশ্নের জবাবে বলেন, এখন হচ্ছে কঠিন পরীক্ষার সময়। পদ-পদবির দরকার নেই। বিএনপির কমিটি নেই তো কী হয়েছে, জাসাসের কমিটি আছে। জাসাসের ব্যানারেও সংঘবদ্ধভাবে কাজ করা যাবে।
সভায় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ, এম এ বাতিন, বাবরউদ্দিন, মাহফুজুল মাওলা নান্নু, পারভেজ সাজ্জাদ, আবুল বাশার, মাজহারুল ইসলাম জনি, খলকুর রহমান, এবায়েদউল্লাহ, জীবন শফিক ও সাজেদুল ইসলাম।