কুপিয়ে হত্যা মানিকগঞ্জে স্কুল ছাত্রকে

নিউজ ডেস্ক::  মানিকগঞ্জ শহরের পৌলী এলাকায় দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম রাকিব পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে রাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কান্দাপৌলী গ্রামের মোন্নাফের ছেলে মিঠু। এরপর পৌলী স্কুল মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেতে রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। রাকিবের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এঘটনায় একজনকে আটক করা হলেও মুল আসামি এখনো পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে।

নিহত রাকিব পৌলী এলাকার খলিলুর রহমানের ছেলে ও মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *