ব্রাজিল ও আর্জেন্টিনার মহারণ দেখাবে যেসব চ্যানেল

খেলাধুলা ডেস্ক:: সন্নিকটে রাশিয়া বিশ্বকাপ-২০১৮। এটাকে ঘিরে প্রস্তুতি সারছে এতে টিকিট কাটা দলগুলো। ইতোমধ্যে প্রথম দফার প্রস্তুতি শেষ হয়েছে। দ্বিতীয় দফার প্রস্তুতি হবে আজ। এদিন মাঠে নামছে প্রায় সব বড় দল। তবে সব ছাপিয়ে ফুটবলপ্রেমীদের মনোযোগ কেড়ে নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানির ঘরে আতিথ্য নেবে সেলেকাওরা। আর স্পেনের অতিথি আলবিসেলেস্তেরা।

ব্রাজিল-জার্মানি ম্যাচের প্রসঙ্গ উঠলেই চোখের সামনে ভেসে আসছে সবশেষ বিশ্বকাপের সেমিফাইনাল। ওই দিন আরেকটি ট্র্যাজেডির সাক্ষী হয়েছিল ব্রাজিলিয়ানরা। ঘরের মাঠ বেলো হরিজন্তে মুলার-ক্লোসাদের কাছে ৭-১ গোলে চূর্ণ হয়ে অশ্রুসিক্ত বিদায় নেয় স্বাগতিকরা। সেই ম্যাচের পর এবারই প্রথম দেখা হচ্ছে দুদলের।

অবশ্য সময়ের ব্যবধানে পাল্টে গেছে ব্রাজিল। সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রস্তুতির প্রথম দফাও দোর্দণ্ড প্রতাপে সেরেছে তিতের দল। স্বাগতিক রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

ইনজুরির কারণে দলে নেই প্রাণভোমরা নেইমার। তবে তাতে বয়ে গেছে উইলিয়ান-কুতিনহো-জেসুসদের। তার অভাব টেরই পেতে দিচ্ছেন না তারা। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় জার্মান প্রাচীর টপকাতে নামবে ব্রাজিল। সেখান থেকে গত বিশ্বকাপের দুই সেমিফাইনালিস্টদের লড়াই সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

পেন্ডুলামের মতো হয়ে দুলছিল আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। সেখান থেকে একা কাঁধে বয়ে দলকে রাশিয়া বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছেন লিওনেল মেসি। ইকুয়েডরের বিপক্ষে তার ঐতিহাসিক হ্যাটট্রিকে বিশ্বকাপ নিশ্চিত করে দুইবারের চ্যাম্পিয়নরা।

এ মুহূর্তে দল গোছানোতে মনোযোগ দিয়েছেন হোর্হে সাম্পাওলি। বাজিয়ে দেখছেন সাইড বেঞ্চ। সুফলও পাচ্ছেন। প্রথম দফার প্রস্তুতিতে ইতালিকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ওই ম্যাচে ছিলেন না দলের প্রাণভোমরা মেসি। দুর্দান্ত জয়ের রেশ নিয়ে আজ সাবেক চ্যাম্পিয়ন স্পেনের ঘরে খেলবে তারা।

মাদ্রিদ ম্যাচের আগে দারুণ সুসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন অধিনায়ক মেসি। স্পেনের বিপক্ষে মহারণে মাঠে নামতে পারেন ছোট ম্যাজিসিয়ান।

আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে। ম্যাচটি দেখা যাবে স্কাই স্পোর্টস (ফুটবল) চ্যানেলে। ইএসপিএন ডি স্পোর্টস ও ওয়াচ ইএসপিএন-এও দেখা যাবে।

শুধু ব্রাজিল, আর্জেন্টিনা নয়; জায়ান্টদের মধ্যে এদিন রাতে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, কলম্বিয়া, বেলজিয়াম, চিলিসহ মাঝারি শক্তির দলগুলো।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *