স্টাফ রিপোর্ট::স্বাধীনতা দিবসে সিলেট জেলা পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় দেশ পরিচালনা করছে। ভবিষ্যত প্রজম্নের আশা-আকাঙ্খা পুরণে বঙ্গবন্ধুর যে স্বপ্ন তা বাস্থবায়ন করতে বদ্ধ পরিকর। ধীরে ধীরে দেশ স্বাধীনতার সর্বোচ্চ স্বার্থকতায় উত্তীর্ণ হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ব দরবারের সুনামের জায়গা দখল করেছে। বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। আদর্শ বা রোড মডেলে পরিণত হওয়া বাংলাদেশ খুব শিগগির উন্নত বিশ্বে অবতির্ণ হবে। তারা বলেন, নতুন প্রযম্নকে মুক্তিযুদ্ধের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। তাদের মাঝে দেশপ্রেমের অমীয় বাণী ছড়িয়ে দিতে হবে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান এডভোকেট এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন।
জেলা পরিষদের সদস্য এবং স্বাধীনতা দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক লোকন মিয়া ও সদস্য সচিব ইমাদ উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মোহাম্মদ শামীম আহমদ, আমাতুজ জাহুরা রওশন জেবীন, জেলা পরিষদের সদস্য তামান্না আকতার হেনা, সুষমা সুলতানা রুহি, হাছিনা বেগম, সাজনা সুলতানা হক চৌধুরী, মোহাম্মদ শাহানুর, মো. মতিউর রহমান, নুরুল ইসলাম, মো. মুহিবুল হক, মো. শাহপরান, মো. আশিক মিয়া, সহল আল রাজী চৌধুরী, স্যায়িদ আহমদ সুহেদ, এম. মুজিবুরর হমান মুজিব, মো. নজরুল হোসেন, মো. আলমাছ উদ্দিন প্রমুখ।