নিউজ ডেক্স:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার ছুরিকাঘাতে আরেক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। রোববার বিকাল আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ পরাণ হলে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা শাখা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক জাহিদ হাসান নাইমের অবস্থা আশঙ্কাজনক।
হলের শিক্ষার্থীরা জানান, হলের কক্ষ দখলকে কেন্দ্র করে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের দুই অনুসারী জাহিদ হাসান নাইম ও শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেলের মধ্যে বাগি¦তন্ডা হয়। এক পর্যায়ে নাইমকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন রাসেল।
গুরুতর আহত অবস্থায় নাইমকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে হামলাকারী আব্দুর রশিদ রাসেল পলাতক রয়েছেন।
প্রক্টর জহির উদ্দিন আহমেদ জানান, আহত জাহিদ হাসান নাইমের অবস্থা আশঙ্কাজনক। তার পেটে আঘাত লেগেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।