নিউজ ডেক্স:: সিলেট নগরের সুবিদবাজারে একটি বহুতল ভবনকে ঘিরে অভিযান চালিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজনকে আটক করেছে র্যাব। এ সময় দুটি শর্টগান, দুটি লম্বা দা, স্নাইপার ও গুলিসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুবিদবাজার এলাকার এক্সেল টাওয়ার ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯। তবে অভিযান সম্পর্কে র্যাব-৯ এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিনগত রাত ৮টার দিকে নগরের সুবিদবাজারের এক্সেল টাওয়ার ঘিরে ফেলে র্যাবের একটি দল। এ সময় র্যাবের কিছু সদস্যকে ভবনটি ভেতরে ঢুকতে দেখা যায়। তারা বেশ কয়েক দফা ভেতরে যাওয়া-আসা করেন।
অভিযানের খবর পেয়ে সংবাদকর্মীরাও টাওয়ারের সামনে জড়ো হন। পরে রাত সাড়ে ১২টার দিকে র্যাব সদস্যরা চারজনকে আটক করে নিয়ে যান। এ সময় ভবন থেকে অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার করে নিয়ে আসতে দেখা যায়।