সিলেট সদর উপজেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করায় সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৫ মার্চ রোববার বেলা ২টায় এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ভবন থেকে বের হয়ে শোভাযাত্রাটি হযরত শাহ পরান (রহঃ) এর মাজার গেইট প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

উন্নয়নের অগ্রযাত্রায় এরই মধ্যে বাংলাদেশ পৌছে গেছে উন্নয়নশীদ দেশের কাতারে। স্বীকৃতি দিয়েছে জাতিসংয়ের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (ইউএনসিপিডি)। স্বপ্নপূরণের কান্ডারী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নত বিশ্বের স্বপ্ন বাস্তবায়নে আরও একধাপ এগিয়েছে আমাদের বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তোরসূরি হিসেবে সোনার বাংলা গড়তে বিরামহীনভাবে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়ন, আর্থসামাজিকসহ উন্নয়নের ছোঁয়া সব খাতেই লেগেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠক্রম শিক্ষাক্ষেত্রে বিপুল পরিবর্তন এনেছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আজ বিশ্বের উন্নত দেশের সমপর্যায়ে এই ধারাবাহিকতাকে ধরে রাখতে হবে। তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে , নিজেকে গড়ে তুলতে হবে সুযোগ্য নাগরীক হিসেবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন টুলটিকর ইউনিয়ন চেয়ারম্যান এস এম আলী হোসেন, খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, উপজেলা কৃষি অফিসার কোহিনূর বেগম, প্রকল্প বাস্তবায়ন অফিসার নিরুধ চন্দ্র দাস, প্রকৌশলী সাইফুল আজম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী, প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীন, খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব চন্দ্র দাস, পল্লীউন্নয়ন অফিসার রাশেদূল ইসলাম, আওয়ামীলীগ নেতা আনছার আলী মেম্বার, বদরুজ্জামান পাখি, আব্দুস সামাদ, কামাল প্রমূখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *