কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ছাত্রদল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিহিংসামূলক রায়ের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তি ও বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা পত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪টায় নগরীর সন্ধ্যা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছারের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রজব আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা যুবদল নেতা আবু জাফর এমদাদ, জেলার যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক নাছির উদ্দিন, সাইফুল আলম, জাহাঙ্গীর আলম বাবুল আহমদ, সমাজসেবা সম্পাদক জাহেদ আহমদ, আইনুল হক সুমন, সহ সাংগঠনিক সম্পাদক জুবেয়ের আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন রাজু, সহ যোগাযোগ সম্পাদক জিয়াউর রহমান রুমেল, সদস্য সেলিম আহমদ, রানু মোহন, রেজাউল হাসান মাসুম, রেজুয়ান আহমদ রেজু, সোলেমান খান, বদরুল হক চৌধুরী ফাহিম, মাহতাব উদ্দিন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহমেদ জাকি, সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ রুবেল আহমদ, সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম লস্কর মুনিম, সাবেক শিক্ষা ও পাঠ্য চক্র বিষয়ক সম্পাদক রুহেল আহসান, খাদিমপাড়া ছাত্রদলের ৪নং ওয়ার্ডের আহবায়ক নুরুল হোসেন, সিনিয়র সদস্য রাহাত আহমদ, আব্দুল্লাহ আল মামুন, সেজু চৌধুরী, দেলোয়ার হোসেন, শাবি ছাত্রদলের সাবেক সদস্য দেবাশীষ দাস গুপ্ত দেব, জেলা ছাত্রদলের সদস্য হানুরুল ইসলাম নিপু, মিজানুর রহমান, সায়েম আহমদ, রাজীব আহমদ, মহানগর ছাত্রদলের সদস্য আরমান আহমদ মুন্না, রুফিয়ান আহমদ সবুজ, শহীদুল ইসলাম বদরুল, ইমরান আলী, ইয়াছিন খান লিমন, তামিম আহমেদ, মোঃ মাহবুব, খুরশেদ মোঃ আলম, মোঃ সাজন, রুপায়েল আহমেদ, রিয়াজুল হাসান রুবেল, আলা-মিন স্বপন, অঞ্জল দাস অঞ্জন, মুন্না শাহ, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আখতার হোসেন লিমন, মিনহাজ উদ্দিন রনি, কামিল আহমদ, লাভলু আহমদ, জুবেল আহমদ, পলিটেকনিক্যাল ছাত্রদল নেতা মাসুম মিম, আব্দুল্লাহ, নাছির আছলাম, আফরান আবেদিন প্রমুখ।

মিজানুর রহমান নেছার বলেন, আওয়মীলীগ সরকার আবার ক্ষমতায় যাওয়ার নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অংহকার তারেক রহমানকে প্রহসনমূলক মামলা দিয়ে বিএনপিকে ধ্বংসের যে যড়যন্ত্র করছে তা বাংলা ছাত্র সমাজ কখনোও মেনে নেবে না। তিনি অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের প্রহসনমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *